ভারত তুলা চাষে অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে: যুক্তরাষ্ট্র

ভারত তুলা চাষে বিশ্ব বাণিজ্য সংস্থার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি ভর্তুকি দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার জেনেভায় বিশ্ব বাণিজ্য পর্যবেক্ষক সংস্থাটির কাছে এই অভিযোগ দায়ের করেছে।

download (2)

তুলার জন্য ভারতের বাজার মূল্য সহায়তা (এমপিএস) মূল্যায়ন করে বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা ভারতকে তুলার মোট উৎপাদন মূল্যের ১০ শতাংশ ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে। কিন্তু দেশটি ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৫৩ থেকে ৮১ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। অভিযোগে বলা হয়, এতে দেখা গেছে ভারত তুলার জন্য যে পরিমাণ এমপিএস দেওয়ার কথা বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে তার চেয়ে অনেক বেশি ভর্তুকি দিচ্ছে।

এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছিল ভারত। নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, আরও কয়েকটি দেশের মতো ভারতও দাবি করে আসছে যে, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠার নির্ধারণ করা মূল্যের পরিবর্তে সাম্প্রতিক মূল্য দিয়ে এমপিএস হিসাব করতে হবে।

বাণিজ্য আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত ওই কর্মকর্তা বলেন, ভারত তুলার দাম ডলার দিয়ে হিসাব করতে হয়, যেখানে যুক্তরাষ্ট্রকে তা স্থানীয় মুদ্রার ভিত্তিকে নির্ধারণ করতে হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জমা দেওয়া বেশ কয়েকটি বিশ্লেষণের ধারাবাহিকতায় এই অভিযোগ করলো যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি ভারতসহ চীন ও ভিয়েতনামের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেছিল।