সিএনএন’র সঙ্গে বাদানুবাদ: সংবাদ সম্মেলন বর্জনের হুমকি ট্রাম্পের

আদালতের নির্দেশে সিএনএন সাংবাদিকের হোয়াইট হাউস পাস ফিরিয়ে দেওয়ার পরের প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকরা শালীনতা বজায় না রাখলে ভবিষ্যতে সংবাদ সম্মেলন বর্জনের হুমকি দিয়েছেন ট্রাম্প। আদালতের রায়কে বড় কোনও বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। মানুষকে আচরণ জানতে হবে মন্তব্য করে ট্রাম্প জানান, তার কর্মকতর্কারা সংবাদমাধ্যমের জন্য ‘নিয়ম নীতি লেখার কাজ করছেন’। ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জেরে প্রবেশ পাস হারান সিএনএন`র প্রতিবেদক 
গত ৭ নভেম্বর বুধবার হোয়াউট হাউসে মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়ান সিএনএন’র প্রতিবেদক জিম অ্যাকোস্টা। এর জের ধরে কেড়ে নেওয়া তার  হোয়াইট হাউসের প্রবেশের পাস। আদালতে মামলা দায়েরের পর শুক্রবারের মধ্যে তাকে পাস ফিরিয়ে দেওয়ার আদেশ দেন বিচারক টিমোথি জে. কেলি।  ওই আদেশের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটা বড় কোনও বিষয় নয়।

ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা যদি নিয়ম-কানুন না মানেন নতাহলে আমরা আদালতে যাবো আর জিতবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সংবাদ সম্মেলন ছেড়ে যাবো আর তখন আপনারা খুশি হবেন না।  তিনি বলেন, আপনি তিন চারটি প্রশ্ন নিতে পারেন না আর দাঁড়িয়েই থাকবেন আর বসবেন না এটা হতে পারে না। শালীনতা। আপনাকে শালীনতার অনুশীলন করতে হবে’।