জেরুজালেমে ইহুদি বসতি বাড়াতে নতুন আইন করলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের দক্ষিণের সিলওয়ান এলাকায় শুধুমাত্র ইহুদিদের বসতি স্থাপন অনুমোদন দিতে একটি আইন পাস করেছে ইসরায়েল। সোমবার এ সংক্রান্ত একটি আইনের দ্বিতীয় ও তৃতীয় পাঠের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট। পার্লামেন্টে ভোটাভুটিতে ৬২-৪১ ভোটে তা পাস হয়।

thumbs_b_c_bb603d960ef0dcc436b0d9234f7bc601

জেরুজালেমের ওই এলাকাটিতে বর্তমানে জাতীয় উদ্যান রয়েছে। নতুন আইনের আওতায় সেখানে শুধুমাত্র ইহুদিরা বসতি স্থাপন করতে পারবে। এই উদ্যোগ গ্রহণের জন্য দখলদারিপন্থী সংগঠন ইলাদ অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগঠনটি পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের সুযোগ তৈরির ফিলিস্তিনি জমি জব্দ করার জন্য পরিচিত।

ফিলিস্তিন অভিযোগ করে আসছে, ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের ভেতর ও আশেপাশে ফিলিস্তিনি ভূমি দখল করেছে জাতীয় উদ্যান গড়েছিল। পরে তা ইলাদের কাছে হস্তান্তর করে।

ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি। সবগুলো দূতাবাসই তেল আবিবে অবস্থিত।

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে।