কেনিয়ায় অপহরণের শিকার ইতালীয় অধিকারকর্মী

আফ্রিকার দেশ কেনিয়ায় কর্মরত এক ইতালীয় নারী অধিকারকর্মীকে অপহরণ করেছে একদল অজ্ঞাত বন্দুকধারী। পুলিশের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_104423744_kenyakilifi

কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ২৩ বছর বয়সী ওই নারীকে অপহরণের আগে ফাঁকা গুলি চালাচ্ছিলো বন্দুকধারীরা। এই গুলিতে অন্তত পাঁচজন আহত হন যার মধ্যে তিনজনই শিশু। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, এখনও এই হামলা বা অপহরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।  মঙ্গলবার রাতের এই হামলাকে আপাতত সন্ত্রাসী হামলাই বিবেচনা করছে তারা।