ক্যামেরুনে অপহৃত স্কুলছাত্র ও শিক্ষক উদ্ধার

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার ৯ জন স্কুলছাত্র ও শিক্ষককে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অপহরণকারীদের শিবিরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_104428497_fire

মঙ্গলবার স্কুল থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। বিকালে হঠাৎ করেই লর্ডস বাইলিংগুয়াল স্কুলে প্রবেশ করে বন্দুকধারীরা। অনেক ছাত্র দেয়াল টপকে পালিয়ে যায়। প্রথমে ২০ জনের কথা বলা হলেও পরে জানা যায় ৯ জনকে অপহরণ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন,  অভিযানে চারজন অপহরণকারীকে হত্যা করা হয়েছে। আর আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার রাতে দুইজন বন্দুকধারীকে হত্যা করে তিন শিক্ষার্থীকে মুক্ত করা হয়। আর বুধবার সকালে হত্যা করা হয় গোষ্ঠীটির নেতাসহ দুইজনকে। শিক্ষকসহ সাতজন ছাত্র পালাতে সক্ষম হয়।

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত বছর থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ গড়ে উঠেছে। বেশ কয়েকবার অপহরণের ঘটনা ঘটেছে সেখানে। সশস্ত্র গোষ্ঠীগুলো স্থানীয়দের আহ্বান জানিয়েছে তারা যেন স্কুল বয়কট করে।

তারা আম্বাজোনিয়া নামে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।