মারা গেলেন রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান

রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান জেনারেল আইগর কোরোবোভ মারা গেছেন। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৬২ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

X5CYZPHOFYI6RC2HXUEXL7LBTE

 

২০১৬ সালে জিআরইউ’র দায়িত্ব নিয়েছিলেন জেনারেল কোরোবোভ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলতি বছর ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলায় জিআরইউ’র বিরুদ্ধে অভিযোগ ওঠে। রুশ সরকারের সমলোচনায় পড়েন জেনারেল কোরোবোভ।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, ১৯৭৩ সালে রুশ সামরিক বাহিনীতে যোগ দেন জেনারেল কোরোবোভ। ১৯৮৫ সাল থেকে তিনি গোয়েন্দা সংস্থায় যোগ দেন। চাকরি জীবনে অসংখ্য পুরস্কার ও মেডেল পেয়েছেন তিনি।

তাস জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে দারুণ ব্যক্তিত্ব ও রাশিয়ার বিশ্বস্ত সন্তান বলে আখ্যা দিয়েছে।

তবে তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার মূল সামরিক গোয়েন্দা সংস্থাই হচ্ছে জিআরইউ। মূলত বিদেশে গোপন অভিযান চালিয়ে থাকে তারা।