নাইজারে বন্দুকধারীর অপহরণের শিকার ১৫ নারী

আফ্রিকার দেশ নাইজারে একটি গ্রাম থেকে ১৫ জন কিশোরীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। ধারণা করা হচ্ছে সম্প্রতি সরকারি বাহিনীর অভিযানে বোকো হারামের ৪৪ সদস্য নিহত হওয়ার জবাবে এই অপহরণ চালিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় মেয়রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

boko-haram-niger-soldiers

২০০৯ সাল থেকে উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্র গঠন করার চেষ্টায় আছে বোকো হারাম। আশপাশের নাইজার, চাদ এবং ক্যামেরুনে তারা ব্যাপক সংখ্যক হামলা চালিয়েছে। বোকো হারাম সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

নাইজেরিয়া সীমান্তবর্তী শহর তুরমুরের মেয়র বুকার মানি অর্থে বলেন, প্রায় ৫০ জন অজ্ঞাত বন্দদুকধারী এসে মেয়েদের উঠিয়ে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার বোকো হারামের সদস্যরা একটি কুয়ার কাছে আটজনকে হত্যা করেছে বলেও শোনা গেছে। পানি উত্তোলনকারী ফরাসি কোম্পানি ফোরাকোর নিয়ন্ত্রণাধীন কুয়া ছিলো সেটি। এক বিবৃতিতে তারা জানায়, তাদের  দলটি ঘুমাচ্ছিলো। সেসময়ই তাদের আটজন কর্মীকে হত্যা করা হয়।  এছাড়া তাদের পাঁচজন কর্মী আহত হয়েছে। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।