নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশে দেশে বিক্ষোভ

বিশ্বজুড়ে রবিবার (২৫ নভেম্বর) পালিত হচ্ছে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন দেশের রাস্তায় সমাবেশ করছে লাখো মানুষ। গত এক দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ স্বীকৃত ২৫শে নভেম্বর তারিখে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন দূরীকরণ দিবস পালন করে আসছে বিশ্বের বিভিন্ন সংগঠন। গত ১২ মাসে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা গড়ে তোলার জন্য চালানো 'মি টু' ক্যাম্পেইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় চলছে ১৬ দিনের ক্যাম্পেইন। সহিংসতা মোকাবিলায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে এ ক্যাম্পেইন থেকে।

নারীর প্রতি সহিংসতা দূরীকরণে বিভিন্ন দেশে বিক্ষোভের ছবিগুলো দেখে নেওয়া যাক-

নারীর প্রতি সহিংসতা রোধে বিক্ষোভ-১

কোস্টারিকার স্যান হোসেতে একজনের প্রতিবাদ