মালিতে দেড় হাজার বিদ্রোহীর আত্মসমর্পন

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও সরকারের কাছে অস্ত্র জমা দিয়েছে প্রায় দেড় হাজার বিদ্রোহী। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_f0345ac84150a96fe7f81b126d8c4e3a

দেশটির এই নিরস্ত্রীকরণ কার্যক্রমের বিষয়ক কমিশনের প্রধান জাহাবি উল্দ সিদি মোহামেদ বলেন,  গত ৬ নভেম্বর এই কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী আজাভাদ মুভমেন্টের সমন্বয়ক মোহামেদ এল মাউলুদ রামাদানে ১৫০০ জনের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা আশা করছেন যে শান্তি ফিরে আসবে।

এই কার্যক্রমে ৩৪ হাজার সশস্ত্র বিদ্রোহী আত্মসমপর্ণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের।