আসামে ট্রেনে বিস্ফোরণ, আহত ১১

ভারতের আসামে একটি ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হলেন ১১ জন।  শনিবার সন্ধ্যায় আসামের হরিসিং স্টেশনে কামাখ্যা- ডেকারগাঁও  ইন্টাসিটি এক্সপ্রেসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্ধ্যা ৭টার পরপরই বিস্ফোরণের কেঁপে ওঠে ট্রেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Trainপিটিআই জানিয়েছে, ঘটনায় আহত একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে  হাসপাতালে  নিয়ে যাওয়া  হয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

গুয়াহাটি থেকে এই স্টেশনের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। ঘটনাস্থলে ইতোমধ্যেই প্রশাসনের কর্মকর্তারা পৌঁছেছেন।

নর্থ ফ্রন্টিয়ার রেলেওয়ের জনসংযোগ কর্মকর্তা নৃপেন ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার কারণ বিস্ফোরণ নাকি শট সার্কিট তা এখনও স্পষ্ট নয়।

গত দুই সপ্তাহের মধ্যে এটি আসামে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা। গুয়াহাটি- লেডো ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল ২১ নভেম্বর। সেই ঘটনায় কোনও যাত্রী  আহত হয়নি।