দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ সৌদি আরবের

স্থানীয় প্রযুক্তিতে তৈরি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সৌদি আরব। শুক্রবার চীন থেকে স্যাটেলাইটগুলো মহাকাশের পাঠায় দেশটি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_560901d0b98ada7a04cb8cee5dc62182

স্যাট ৫এ ও স্যাট ৫বি স্যাটেলাইট দুটি কিং আব্দুল আজিজ সিটি ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে তৈরি করা হয়। এর প্রধান বিন সাউদ বিন মোহাম্মদ বলেন, ‘বিগত বছরের পরিশ্রমের ফল পেলাম আমরা।  

 মহাকাশ থেকে নজরদারির কাজ করা হবে বলে জানায় সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পা।  বিন সাউদ বলেন, তারা অনেকদিন ধরেই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। এর মাধ্যমে সরকারি সংস্থাগুলো উপকৃত হবে এবং তথ্য পাবে।