ইরাকে আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকা উন্মুক্ত

ইরাকে আইএসের দখল থেকে পুনরুদ্ধার করা এলাকার কিছু অংশ উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে জয়লাভের বর্ষপূর্তিতে এই পদক্ষেপ নিলো ইরাক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

3500

গত ডিসেম্বরে ইরাকে আইএসকে পরাজিত ঘোষণা করে বাগদাদ। আইএস’র উপস্থিতি থাকলেও সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সেখানে হামলা চালানোরও ঘোষণা দেওয়া হয়। পরে সময়ে সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএস সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর আস্তানায় হামলা চালানোর কথা ঘোষণা করে ইরাকের কর্মকর্তারা।

আইএসের কাছ থেক পুনরুদ্ধার হওয়া কিছু এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে সরকার। ধারণা করা হচ্ছে এতে করে সাধারণ মানুষের মাছে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়বে।

২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর টাইগ্রিসের পশ্চিমতীরে অনেকগুলো কূটনৈতিক দূতাবাস গড়ে উঠেছে। তখন থেকেই এই জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।  সেই অঞ্চলের কিছু অংশ খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দিনে পাঁচ ঘণ্টা উন্মুক্ত থাকবে এলাকাটি।

সোমবার বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ইরাকি পতাকা ও বেলুন নিয়ে রাজপথে নেমে পড়েন সাধারণ জনগণ।