সোমালিয়ায় পুলিশ ও আল-শাবাব নেতার সমর্থকদের সংঘর্ষে নিহত ১১

আফ্রিকার দেশ সোমালিয়ায় আল-শাবাবের সাবেক নেতার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সমর্থকদের দাবি, ওই নেতাকেই স্থানীয় প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

supporters-of-somali-former-militant-clash-with-police-in-baidoa-11-deadদেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তারা মুখতার রোবোকে গ্রেফতার করেছে। তাদের অভিযোগ, তিনি তার সঙ্গে করে জঙ্গিদের নিয়ে এসেছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন মুখতার। সেখানেই অস্ত্র ও জঙ্গিদের মদদ দেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মুখপাত্র সালেহ ইসহাক রয়টার্সকে বলেন, আগের দিন আল-শাবাবেব হামলায় ১০ জন নিহত হয়েছিলো। আর আজকের হামলায় প্রাণ হারিয়েছেন একজন আইনপ্রণেতা।