হোয়াইট হাউসের নতুন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তার নাম ঘোষণা ট্রাম্পের

চলতি বছরের শেষে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তার পদ ছেড়ে যাওয়া জন কেলির স্থলে ভারপ্রাপ্ত হিসেবে মাইক মালভ্যানির নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫১ বছর বয়সী মালভ্যানি ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার এক টুইট বার্তায় নতুন মনোনীতের নাম ঘোষণা করেন ট্রাম্প।হোয়াইট হাউসের নতুন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মাইক মালভ্যানি
২০১৭ সালের ২৯ জুলাই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জন কেলিকে নিয়োগ দেন ট্রাম্প। সে সময় ধারাবাহিক কিছু টুইট বার্তায় কেলির প্রশংসা করেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায় ট্রাম্প ও কেলির সম্পর্কে চিড় ধরেছে ও তাদের সম্পর্ক খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গত ৮ ডিসেম্বর (শনিবার) কেলিকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প। তবে শুক্রবারের টুইট বার্তায় জন কেলিকে ‘মহান দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন তিনি মর্যাদার সঙ্গে দেশের সেবা করে গেছেন।

শুক্রবার নতুন নিয়োগপ্রাপ্তের নাম ঘোষণার মধ্য দিয়ে ওয়াশিংটনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চাকরি নিয়ে গত কয়েকদিন ধরে চলা নানা অনুমানের অবসান ঘটালেন ট্রাম্প।  কোনও নীতির বিষয়ে প্রেসিডেন্টের কথাই চূড়ান্ত হলেও হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা অসামান্য অনানুষ্ঠানিক ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়ে থাকেন।

নতুন নিয়োগ পেতে যাওয়া মালভ্যানি প্রশাসনে থাকার সময়ে অসামান্য কাজ করেছেন বলে টুইটে মন্তব্য করেছেন ট্রাম্প। ‘এই নতুন দক্ষতার সঙ্গে মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন কর্মসূচি এগিয়ে নিতে আমি মুখিয়ে আছি, টুইটারে লেখেন তিনি।