ম্যানচেস্টারে ‍ছুরি হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড: পুলিশ

ম্যানচেস্টারে ছুরি হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললো পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন থেকে সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

_105017931_aa8adf4d-a338-48c2-9ad9-9f8efe08dad9

ইংরেজি বর্ষবরণের উৎসবে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রধান ইয়ান হপকিন্স বলেন, ‘গত রাতে আমরা ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছি। আমরা হতাহতদের পাশে আছি। তাদের পরিবারের প্রতি গভীল সমবেদনা জানাচ্ছি।’

এ ঘটনার পর ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আহত দুই বেসামরিকের একজন পুরুষ, অন্যজন নারী। উভয়ের বয়স ৫০ বছরের মতো। আহত পুলিশ সদস্যের কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়।