চিলিতে দাবানল, ঘর ছাড়ছে শত শত মানুষ

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। বাস্তুহীন হয়ে পড়েছেন শত শত মানুষ। বৃহস্পতি ও শুক্রবার দেশটি মধ্যাঞ্চল দিয়ে অতিক্রম করে দাবানলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

be5a89f0f5d4429cb44592cea4481d23_18

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৪৪টি দাবানল সক্রিয় ছিলো। আর উপকূলীয় এলাকা ভালপারাইসোয় এখনও সক্রিয় আছে আটটি দাবানল।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লিমাশ শহর। শহটির মেয়র বলেন, সেখানে ৬০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া দক্ষিণাঞ্চলীয ভালপারাইসো অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেখানে অন্তত ২ হাজার ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে।

দমকলকর্মীরা জানান, বেশিরভাগ আগুনই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও অন্তত ১০ জায়গায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।