গ্যাবনে সামরিক অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি সরকারের

আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। তাদের দাবি, সেনাদের কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

_105084435_gabongrab

সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় রাষ্ট্রীয় রেডিও স্টেশন দখল করে সেনা সদস্যরা  ‘জাতীয় পুনর্গঠন পরিষদ’-এর ঘোষণা দেয়। তাদের দাবি, তারা গণতন্ত্র পুনর্গঠনে এই অভিযান চালিয়েছে।

তবে সরকারের এক মুখপাত্র জানান, সেনাবাহিনীর অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। গ্যাবন এখন তাদের নিয়ন্ত্রণে। পাঁচজন বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে। একজন সেনা পালিয়ে গিয়েছিল। পরে তাকেও আটক করা হয়।

মুখপাত্র গাই-বার্টান্ড মাপাঙ্গু বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। তারা টিভি ও রেডিওর দখল নিয়েছিল। এখন সবই স্বাভাবিক। তিনি বলেন, সেনা জেনারেল, সুশীল সমাজ ও বিরোধী দলের যাদের কথা বিদ্রোহীরা জানিয়েছে, সবার বিরুদ্ধেই তদন্ত করা হবে।

গ্যাবনে বিগত ৫০ বছর ধরে একটি পরিবারই ক্ষমতায় ছিল। ২০০৯ সালে দেশটির ক্ষমতায় আসেন ওমর বঙ্গোর ছেলে আলি বঙ্গো। তিনি ২০১৬ সালে সহিংসতাপূর্ণ এক নির্বাচনে খুবই অল্প ব্যবধানে আবার জয় পান। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মরোক্কোতে চিকিৎসা নেন তিনি। গত দুই মাস ধরে দেশের বাইরে আছেন প্রেসিডেন্ট। টেলিভিশনে দেওয়া এক ভাষণে বঙ্গো দাবি করেন তিনি সুস্থ আছেন। সেনা কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ক্ষমতায় টিকে থাকার জন্য এমন বক্তব্য দিয়েছেন। এই আচরণে তারা হতাশ।

প্যাট্রিয়টিক মুভমেন্ট অব দ্য ডিফেন্ড অ্যান্ড সিকিউরিটি ফোর্সের নেতা কেলি অন্দো বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি যথেষ্ট সুস্থ কিনা, সেটা নিয়ে সংশয় আছে।’ তিনি তরুণদের দেশের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান। দেশের পরিবহন ব্যবস্থা, বিমানবন্দর ও অস্ত্র মজুত নিজেদের দখলে নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: গ্যাবনে ক্ষমতা দখল করলো সেনাবাহিনী