দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য দায়িত্ব নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত বছর বিরোধীদের বর্জন করা এক নির্বাচনে জয় পান তিনি। ওই নির্বাচনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।noname
গত বছরের ২০ মে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলার জনপ্রিয় দুই বিরোধী নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার পর প্রধান বিরোধী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডট্যাবল (এমইউডি) নির্বাচন বর্জন করে। নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরো ৫৮ লাখ ভোট পেয়েছেন বলে জানায় দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরো বলে থাকেন,তিনি সমাজতন্ত্র ধ্বংস করার ও ওপেকভুক্ত তেল উত্তোলনকারী দেশগুলোর সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। তবে বিরোধীদের দাবি,বামপন্থী এই নেতা ভেনেজুয়েলার এক সময়ের সমৃদ্ধ অর্থনীতি ধ্বংস করেছেন ও নিষ্ঠুরভাবে ভিন্নমত দমন করেছেন। 

বৃহস্পতিবার ৫৬ বছর বয়সী মাদুরো সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে ভেনেজুয়েলার সামরিক অ্যাকিাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন। নতুন মেয়াদের দায়িত্ব নেওয়ায় ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি।

তবে বিরোধী দলগুলো মাদুরোর শপথ অনুষ্ঠান ঘিরে বিক্ষোভের ডাক দেয়। বেশ কয়েকটি দেশ এরই মধ্যে জানিয়ে দিয়েছে মাদুরোর নতুন সরকারকে সমর্থন দেবে না তারা।