কেনিয়ায় হোটেলে আল-শাবাবের হামলায় একজন নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবির এক হোটেলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

190115083859-nairobi-hotel-shooting-0115-exlarge-169

হোটেলটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা তোসিফ দিন বলেন, একজন নিহত হয়েছেন ও আরও পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার পরপরই সেখানে  সরকারি বাহিনী সেখানে অবস্থান নেয় বলে জানিয়েছেন দেশটির ‍পুলিশের মুখপাত্র চার্লস ওইনো। তিনি বলেন, ‘আমরা গোলাগুলির খবর পেয়েছি। ইতোমধ্যে আমাদর একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কনছে। তাদের সহায়তা করছে সিআইডি।’ তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সম্ভাবনা বিবেচনা করছি আমরা। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’

নাইরোবির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই হোটেলের নাম দুসিত হোটেল। কেনিয়া পুলিশ জানায়, নিকটবর্তী সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, তারা অনেক গুলি ও বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। বেসরকারি এক সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওই স্থানের গাড়ি ও হোটেল থেকে ধোঁয়া উড়ছে।