জ্বালানির দাম বৃদ্ধিতে উত্তাল জিম্বাবুয়ে, সংঘর্ষে নিহত ৫

জিম্বাবুয়েতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে এবং সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছেন দেশটির নাগরিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্খা দ্য জিম্বাবুয়ে এসোসিয়েশন অব ডক্টরস ফর হিউমান রাইটস।

gettyimages-1082173680

শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া। মূলত সেখান থেকেই এ বিক্ষোভের শুরু হয়।টানা তিন দিন ধর্মঘটে ডাক দেয় দেশটির প্রধান শ্রমিক ফেডারেশন। রাজধানীর ৩৬ কিলোমিটার দক্ষিণের এলাকা এপয়ারথের বাসিন্দারা এ দিন বিক্ষোভ করতে প্রথমে সড়কে নামেন। পরে ধীরে ধীরে সব সড়ক মহাসড়কে বিক্ষোভকারীদের সমাগম শুরু হয়।

মঙ্গলবার সংঘর্ষে হতাহতের খবর জানায় মানবাধিকার সংস্থাটি। রাজধানী হারারেসহ আরও কিছু শহর এদিন বন্ধ ছিলো। গত আগস্টে জাতীয় নির্বাচনের পর এটাই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।

আরেকটি মানবাধিকার সংস্থা জানায়, অন্তত ২৬ জন ‍গুলিবিদ্ধ হয়েছে। কয়েকজন হাসপাতালে যেতেও ভয় পাচ্ছিলেন।  রাজ্যের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়েন কুবে বলেন, অনেকে প্রাণ হারিয়েছেন, পুলিশ আহত হয়েছে এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ২০০ জনেরও বেশি গ্রেফতার হয়েছে। তবে এই পরিস্থিতির জন্য বিরোধী দল এমডিসিকে দায়ী করেন তিনি।