জার্মানিতে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ সেনা সদস্য আটক

ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সেনা সদস্যকে আটক করেছে জার্মানি। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

000_il2ttallemagne.mজার্মানির ফেডারেল প্রসিকিউটর দফতর এক বিবৃতিতে জানায়, ৫০ বছর বয়সী ওই সেনাসদ্য জার্মান-আফগান দ্বৈত নাগরিক। তার নাম আব্দুল হামিদ। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের রাইনল্যান্ড থেকে তাকে আটক করা হয়।

তিনি সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ,  ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন তিনি।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।   

জার্মান সংবাদমাধ্যম স্পিগেল অনলাইন জানায়, ওই সেনাসদস্য অনেকদিন ধরেই কর্মকর্তর ছিলেন এবং আফগানিস্তানে জার্মান অভিযানের অনেক গোপন তথ্য সম্পর্কে অবহিত ছিলেন।