রাশিয়ায় পারমাণবিক শক্তিসম্পন্ন বোমারু বিমান বিধ্বস্ত

রাশিয়ায় তুষারঝড়ে পারমাণবিক শক্তিসম্পন্ন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার রাশিয়ার উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। তবে সেসময় বিমানটিতে কোনও অস্ত্র ছিলো না বলে দাবি তাদের।

রুশ বার্তা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রযটার্সে জানায়, তুপোলেভ-২২এমথ্রি নামের সুপারসনিক ওই বোমারু বিমানের চারজন আরোহীর দুইজন তাৎক্ষণিত নিহত হয়েছেন। হাসপাতাল নিয়ে যাওয়ার পর প্রাণ হারান আরও একজন।      

অলেনেগর্সক শহরের একটি বিমানঘাটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। ভেঙে যাওয়ার পর আগুন ধরে যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কারিগরী ত্রুটিসহ সবধরনের সম্ভাবনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন।