শাদে সেনা অভিযানে ২৫০ বিদ্রোহী আটক

আফ্রিকার দেশ শাদে অভিযান চালিয়ে ২৫০ এরও বেশি সশস্ত্র বিদ্রোহীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। লিবিয়া থেকে আসার সময় তাদের আটক করা হয় বলে জানায় তারা।

220199165643154263364

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, আটককৃতদের মধ্যে চারজন নেতাও রয়েছে। এছাড়া তাদের ৪০টি বাহন ধ্বংস করা হয়েছে। জব্দ করা হয়েছে শত শত অস্ত্র।

শাদের সেনাবাহিনীর সমর্থনে ফ্রান্স যুদ্ধবিমান ব্যবহার করেছে।  বৃহস্পতিবার তারা ঘোষণা দেয় যে সেনাবাহিনীর সঙ্গে জোট বেঁধে বিদ্রোহীদের কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছে তারা।

তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে গোয়েন্দা সূত্র জানায় মাত্র ১০০ জন সশস্ত্র বিদ্রোহীকে  আটক কর হয়েছে।

অপারেশ বারখান নামে এক অভিযানে শাদে ফরাসি সেনা মোতায়েন করা হয়েছে। ১৯০০ সাল থেকে ফ্রান্স শাদকে উপনিবেশ হিসেবে ব্যবহার করছে।