রাখাইনের মংডুতে তিন আদিবাসীর মরদেহ উদ্ধার

মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলার তং পিয়ো লেত ওয়ে গ্রামের তিন বাসিন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রাম সংলগ্ন এলাকা থেকে সে দেশের নিরাপত্তা বাহিনী ওই মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে মিয়ানমার টাইমস জানিয়েছে, নিহতরা সবাই চাকমা আদিবাসী। তাদের উদ্ধারকৃত মরদেহ রাখাইনে নতুন  সাম্প্রদায়িক উত্তেজনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মংদু এলাকা (প্রতীকী ছবি)

রোহিঙ্গা নিধনযজ্ঞের ধারাবাহিকতায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘাতে রাখাইনজুড়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যে গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) খাবারের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন পিয়ো লেত ওয়ে গ্রামের ওই তিন বাসিন্দা। মংডুর প্রশাসনিক কর্মকর্তা জানান, গ্রামের কাছাকাছি একটি দুর্গম এলাকা থেকে রবিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মাটিতে সামান্য পরিমাণ গর্ত করে মরদেহগুলো একসঙ্গে পুঁতে রাখা হয়েছিল। গলা কাটা অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়। টহলরত অবস্থায় নিরাপত্তা বাহিনী গর্তটি শনাক্ত করতে সক্ষম হয়।  মংডু জেলার  উপ-প্রধান উ ইয়ে হটু জানান, কারা এই হত্যায় জড়িত, এবং এর নেপথ্য কারণ কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যার ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সম্পৃক্ততার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আরসা যে পদ্ধতিতে মানুষ হত্যা করে, এক্ষেত্রেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।’