তালেবান সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকে শীর্ষ মার্কিন ‍দূত

আফগানিস্তান শান্তি আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিযুক্ত শীর্ষ দূত প্রথমবারের মতো তালেবানের এক সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেছেন। সোমবার কাতারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

_105353365_051278194

নাইন-ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীসহ ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাবাহিনী এখনও আফগান সেনা সদস্যদের সহায়তা দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে চলছে শান্তি আলোচনা। আফগান তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় সব শর্তের বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কোনও অস্ত্রবিরতি কার্যকর করা হবে না।

বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদ বলেন, তালেবান নেতা মোল্লাহ আব্দুল ঘানি বারাদারের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করেছেন তিনি।  সম্প্রতি পাকিস্তান থেকে মুক্তি পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আলোচনায় তার উপস্থিতি কার্যকর শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে।

জালমায়ের দাবি, জানুয়ারির আলোচনা অতীতের যেকোনও বৈঠকের চেয়ে ফলপ্রসূ হয়েছে। তবে আরও অনেক কাজ বাকি আছে। তিনি বলেন, শান্তিচুক্তির খসড়ায় সবাই একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিবে এবং তালেবান জিহাদি গ্রুপগুলোকে কাজ করতে দেবে না।

তালেবানের পক্ষ থেকেও জানানো হয়, আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এক মুখপাত্র বলেন, এখনও অনেক বিষয় অমীমাংসিত থেকে গেছে এবং এগুলো নিয়ে কাজ করার আছে।