ভেনেজুয়েলায় মাদুরোর সাক্ষাৎকারের পর মার্কিন টিভির সাংবাদিক আটক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাক্ষাতকার নেওয়ার পর যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক ইউনিভিশনের সাংবাদিক ও ক্রুদের কিছু সময় আটক করে রাখে দেশটির সরকার। মাদুরোর একটি সাক্ষাতকার নেয়ার সময় স্প্যানিশ ভাষার টিভি চ্যানেলটির ক্রুদের আটক করা হয়।

_105799161_be7f09f4-7706-4920-b7bb-fd983f324f17

ইউনিভিশনের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকার দেওয়ার সময় মাদুরোকে করা প্রশ্ন তিনি অপছন্দ করেন। এ সময় মাদুরো রেকর্ডিং বন্ধ, সাংবাদিকদের সরঞ্জামাদি জব্দ ও ছয় সাংবাদিককে আটক করেন। তারা বলেন, ‘নিকোলাস মাদুরোর নির্দেশে মিরাফ্লোরেস প্যালেসে জর্জ রামোসের নেতৃত্বাধীন ইউনিভিশন নোটিসিয়াস সাংবাদিকদের ছয় সদস্যের দলটিকে আটক করা হয়। প্রায় তিন ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।’

রামোস বলেন, ‘তারা আমাদের সকল সরঞ্জামাদি আটক করেছে। তবে, দলের সকল সদস্য হোটেলে ফিরে এসেছেন।’ আর ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী জর্জ রড্রিগুয়েজের দাবি,  সাক্ষাৎকারটির অনুমোদন ছিল না।