নবজাতক মৃত্যুর জেরে তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

দুই দিনের মধ্যে রাষ্ট্রীয় একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর জেরে পদত্যাগ করেছেন উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রী আবদেররউফ শেরিফ। গত ৭ ও ৮ মার্চ রাজধানী তিউনিসের রাবতা ম্যাটার্নিটি হাসপাতালে এসব নবজাতকের মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংক্রমণজনিত শকে আক্রান্ত হয়ে এসব শিশু মৃত্যুর পর তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ শাহেদ।তিউনিশিয়ার স্বাস্থ্যমন্ত্রী আবদেররউফ শেরিফ পদত্যাগ করেছেন

তিউনিশিয়ার জনস্বাস্থ্য খাতকে উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম সেরা বলে বিবেচনা করা হয়। চিকিৎ পর্যটনের মাধ্যমে দেশটি প্রচুর রাজস্ব আয় করে থাকে। ২০১১ সালে প্রেসিডেন্ট জাইন আল আবিদিনকে উৎখাতের পর আর্থিক সংকট ও সমসাময়িক ওষুধের অপ্রতুলতায় দেশটির জনস্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্থ হয়।

গত ৭ ও ৮ মার্চের ঘটনা প্রসঙ্গে তিউনিশিয়ান পেডিয়াট্রিক সোসাইটি জানিয়েছে, শিরা দিয়ে প্রবেশযোগ্য খাদ্য পণ্যের মাধ্যমে এসব নবজাতক সংক্রমণে আক্রান্ত হয়ে থাকতে পারে। এক ফেসবুক পোস্টে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠনটি। চিকিৎসা পেশায় জড়িতদের নিরাপত্তাহীন কর্মপরিবেশ নিয়েও কর্তৃপক্ষের সমালোচনা করা হয় ওই ফেসবুক পোস্টে।

১১ নবজাতকের মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ শাহেদ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা, ওষুধ রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতার চর্চা তদন্তের নির্দেশ দিয়েছেন।