ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুসহ নিহত ১০

ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে দুই মুখোশধারীর হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। হুডি ও মুখোশপড়া ওই দুই ব্যক্তির বন্দুক, ছুরি ও তীর দিয়ে হামলা চালায়। ৮ জনকে হত্যা করার পর তারা আত্মহত্যা করে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সাও পাওলো রাজ্যের রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলে  এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের সামরিক পুলিশ বিভাগ জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা।’ স্কুলটি বন্ধ হয়েছে বলে জানা নতিনি।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল। দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।