কঙ্গোতে রেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। পুলিশ ও মেডিক্যাল সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

SABC-News-DRC-Train-Accident-AFPপ্রতিবেদনে বলা হয়, রবিবার বেনা লেকা সেটেলমেন্ট এ রেললাইন থেকে ছিটকে পড়ে মালবাহী ট্রেনটি। রেলওয়ের এক পুলিশ কর্মকর্তা এএফপি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৪টি মরদেহ উদ্ধার করেছি। তার বেশিরভাগই শিশুর। এটা প্রাথমিব হিসেব। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বগি এখনও উল্টে আছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ যাত্রীরাই ট্রেনে লুকিয়ে ছিলো কারণ এটা মালবাহী গাড়ি। রাত হয়ে যাওয়ার কারণে আমরা উদ্ধার অভিযান স্থগিত রেখেছি।

কয়েকটি বগি নদীতে পরে গেছে এবং তিনটি বগি উল্টে আছে।

হতাহতদের নিকটস্থ হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার চিকিৎসক ড, জন ক্লড শিমাঙ্গা বলেন, আমরা আহতদের সংখ্যায় অবাক। আমরা দ্রুত কাজ করছি। ইতোমধ্যে ৩১ জন আহতকে ভর্তি করা হয়েছে।

দেশটির জাতীয় রেল প্রতিষ্ঠান এই লাইনচ্যুতির কথা নিশ্চিত করেছে। চলতি মাসে দেশটিতে এটা তৃতীয় ট্রেন দুর্ঘটনা। গত মাসে কালেন্দায় এক দুর্ঘটনায় ৫ জন যাত্রী নিহত হয়েছিলেন।