আফ্রিকার ৩ দেশে ঘূর্ণিঝড় আইডাইয়ের আঘাত, নিহত ১৫০

আফ্রিকার উত্তরাঞ্চলীয় তিনটি দেশে ঘূর্ণিঝড় আইডাইয়ের আঘাতে ১৫০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সোমবার রেডক্রস জানায়, মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাউইতে এই ঘূর্ণিঝড় আঘাত আনে।

thumbs_b_c_9a804f9da8d5538c9c9c18ad41a848bb

এক বিবৃতিতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাটি জানায়, এই ঘূর্ণিঝড়ে মোজাম্বিকির বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। জিম্বাবুয়েতে তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার রাতে দেশটিতে আঘাত আনে ইদাই।

মালাউই এবং জিম্বাবুয়েতে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানায়, পরিস্থিতি খুবই ভয়বাহ, ৯০ শতাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে, রাস্তা ধ্বংস হয়ে গেছে। ভয়াবহতার মাত্রা মারাত্মক।

ক্ষয়ক্ষতির পুরোপুরি হিসেব মিললে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রেডক্রস। ইতোমধ্যে দুর্গতদের সহায়তায় দুযোর্গ ব্যবস্থাপনা তহবিল থেকে ৩ লাখ ৪০ হাজার ডলার সহায়তা প্রদান করা হয়েছে বলেছে জানিয়েছে সংস্থাটি।