‘ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নয়’

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মুলভানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নয়। আমি নিশ্চিত নই যে, কতবার আমরা এ কথা বলেছি। রবিবার শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও ইসলামবিদ্বেষ নিয়ে ফক্স নিউজের এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

noname২০১৯ সালের ১৫ মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী, নিউ জিল্যান্ডের দুই মসজিদে গুলি চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। এর আগে অনলাইনে ১৬ হাজার ৫০০ শব্দের একটি ইশতেহারে নৃশংস এ হামলার পেছনে নিজের বক্তব্য তুলে ধরে হামলাকারী। এতে নিউ জিল্যান্ডের ইতিহাসের এই নৃশংস খুনি দাবি করে, শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার এবং সে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ পরিচয়ের নতুন প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরিরও আহ্বান জানায় হামলাকারী।

হামলার পর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ কোনও সমস্যা নয়। 

নিউ জিল্যান্ডের মসজিদে হত্যাযজ্ঞ নিয়েও টুইটারে একটি পোস্ট দেন ট্রাম্প। তবে তাতে মুসলিম শব্দটি পর্যন্ত উল্লেখ করেননি তিনি। টুইটারে তিনি লিখেছেন, ‘মসজিদের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় নিউ জিল্যান্ডের জনগণের প্রতি আমার সহমর্মিতা ও শুভ কামনা রইলো। নিরপরাধ মানুষ সংজ্ঞাহীন হয়ে মৃত্যুবরণ করেছে। গুরুতর আহত হয়েছে আরও অনেকে। যুক্তরাষ্ট্র যতটুকু সম্ভব নিউ জিল্যান্ডের পাশে আছে। ঈশ্বর সবার সহায় হোন!’

এ টুইটে ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’ নিয়ে কোনও মন্তব্য না করায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ডেট্রয়েট থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা রাশিদা তালিব বলেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তার এই অবস্থান যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাহীন করে তুলেছে।

‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’ নিয়ে চুপ থাকলে প্রতিনিয়ত এর মাত্রা আরও বাড়তে থাকবে বলে মন্তব্য করেন রাশিদা তালিব।