জিম্বাবুয়েতে ইডাইয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০ হাজার মানুষ: জাতিসংঘ

জিম্বাবুয়েতে মৌসুমী ঘূর্ণিঝড় ইডাইয়ের আঘাতে অন্তত ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

f39963a142382e1f3e5a9b2e3d263e34-5c9a5079bca38

গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকের ওপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইডাই। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। এই ঘূর্ণিঝড়ে মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে হওয়া বন্যায় যেমন ধসে পড়েছে ভবন তেমন বাঁধ।  বহুসংখ্যক লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জিম্বাবুয়েতে নিযু্ক্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনার রবার্ট তিবাগওয়া বলেন, জিম্বাবুয়ে সরকারকে এখন পর্যন্ত ৮০ মেট্রিক টন ত্রাণ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, অন্তত ২০ হাজার শরণার্থী রয়েছে আমাদের। তারা তোঙ্গোগারা শরণার্থী শিবিরে আশ্রয় চাইছেন। তাদের মধ্যে ৫ হাজার ৩০০ জনের অবস্থা খুবই করুণ। এক হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

মোজাম্বিক সীমান্তবর্তী তোঙ্গোগারা শরণার্থী শিবিরটি চিপিং শহরের কাছেই। এই শহরটি ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোজাম্বিক, রুয়ান্ডা, কঙ্গো ও সোমালিয়ার নাগরিকরাও এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

তিবাগওয়া বলেন, পানি ও পয়নিষ্কাশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পানি দূষিত হয়ে গেছে। ৯ জেলার ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।