অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে দালাই লামা

বুকে ব্যাথা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা।  তবে আশঙ্কামুক্ত রয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_106375005_9c473010-c43c-474c-84b5-ffdbc5b32e94

১৯৮৯ সালে নোবেল পুরস্কার বিজয়ী দালাই লামা ১৯৫৯ থেকে ভারতে নির্বাসিত রয়েছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচনা করায় তাকে নির্বাসিত করা হয়। ৬০ বছর আগে চীনা সাম্রাজ্যের বিরোধিতার পর তাকে দেশ ছাড়তে হয়। তখন থেকেই ভারতের আশ্রয়ে রয়েছেন এই ধর্মগুরু।

অসুস্থতা নিয়ে তার ব্যক্তিগত সহযো্গী তেনজিন তাক্লহা বলেন, অসুস্থতার কথা বলার পর তাকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘তার বুকে ক্ষত পাওয়া গেছে এবং চিকিৎসা চলছে। তিনি এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন ২-৩দিন তার চিকিৎসা চলবে।

১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নেয় চীন। দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বিবেচনা করে তারা।   

দালাই লামা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী কে হবেন তা পরিষ্কার নয় এবং এ নিয়ে বিতর্ক রয়েছে। চীন বলেছে, একজন উত্তরাধিকারী মনোনয়ন করার অধিকার আছে তাদের নেতাদের। কিন্তু গত মাসে দালাই লামা ফের বলেছেন, চীনের ঘোষিত কোনো নেতাকে তিব্বতিরা মেনে নিবে না।