ট্রাম্পের হুমকির জবাবে প্রতিরক্ষা ও অর্থনীতি শক্তিশালী করার ঘোষণা কিউবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে কিউবাকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা জারি করছে যাতে মৌলিক চাহিদার জিনিস আমদনি করা কঠিন হয়ে যায়।’

2019-04-13T205908Z_1_LYNXNPEF3C0OB-OUSTP_RTROPTP_3_NEWS-US-CUBA-USA

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা এখনও টিকে আছে কিউবার কারণে। তাই কিউবার ওপর নিষেধাজ্ঞা জারি করে তারা। ভেনেজুয়েলা থেকে কিউবার তেল রফতানির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

জাতীয় অধিবেশন শেষ হওয়ার সময় দিয়াজ ক্যানেল বলেন, ‘আমাদের সবাইকে আরও শক্তিশালী হতে হবে।

ভেনেজুয়েলার সঙ্গে সঙ্গে কিউবার অর্থনীতিও হুমকির মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় পরিস্থিতি আরও প্রতিকূলে। দেশটির অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিল ফার্নান্দেজ বলেন, সরকার আমদানির বিকল্প চিন্তা করছেন। কারণ এতে আয় কমে গেছে এবং বিনিয়োগকারী খোঁজাও কঠিন হয়ে গেছে। তিনি বলেন, রফতানি আগের পরিকল্পনা মতো হচ্ছে না।

কিউবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে খাবার, জ্বালানির মতো পণ্যের আমদানির ওপর নির্ভর করে। তকে ডিয়াজ ক্যানেল বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে েআমরা জবাব দিবো না। কিউবানরা হার মানে না।