সার্বিয়ায় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ

দক্ষিণপূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের পদত্যাগ দাবিতে শনিবার দেশটির রাজপথে নামেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভের তীব্রতায় পার্লামেন্ট ভবনের ভেতরেও পুলিশ মোতায়েনে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিরোধীরা যেন পার্লামেন্ট ভবন ঘেরাও করতে না পারে সেজন্য পুরো এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।

noname১৯ সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকলেও শনিবারের বিক্ষোভ বিস্তৃতি ছিল আগের দিনগুলোর চেয়ে অনেক বেশি। এদিন রাজধানী বেলগ্রেডের পার্লামেন্ট ভবন এলাকায় জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দেশে অধিকতর গণতন্ত্রের দাবি জানান বিক্ষোভকারীরা। বলকান অঞ্চলের দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ নির্বাচনের আওয়াজ তোলেন তারা।

ডান ও বাম উভয় বলয়ের রাজনীতিকরাই শনিবারের বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, শনিবারের সমাবেশে অংশ নেওয়া থেকে তাদের সমর্থকদের নিবৃত্ত রাখার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। এজন্য তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। তবে বিরোধীদের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে পুলিশ।noname

সার্বিয়ার সাবেক শাসক স্লোবেদান মিলোসেভিচ ২০০০ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস। শনিবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর আগামী শুক্রবার পাল্টা শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে নিজের প্রতি জনসমর্থন দেখাতে চাইছেন আলেকজান্ডার ভুসিস।