বিপ্লবী গার্ডস নিয়ে মার্কিন সিদ্ধান্তে অবস্থান জানান: বিশ্ব সম্প্রদায়কে ইরান

ইরানের বিপ্লবী গার্ডস নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে অবস্থান জানাতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মার্কিন সিদ্ধান্তকে বিপজ্জনক আখ্যা দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

গত সপ্তাহে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডসকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অন্য কোনও দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে আসছে ইরান।

রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আজ... আমরা সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে বার্তা পাঠাবো। এতে তাদের অবস্থান প্রকাশের প্রয়োজনীয়তার কথা বলা হবে। আর সতর্ক করে দেওয়া হবে, যুক্তরাষ্ট্রের এই অভূতপূর্ব ও বিপজ্জনক পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে’। জারিফ বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও ‘যুক্তরাষ্ট্রের এই অবৈধ পদক্ষেপের’ প্রতিবাদে চিঠি দেওয়া হবে।

গত বছরের মে মাসে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ঘোষণার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হতে থাকে। এরই মধ্যে ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও প্র্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।