সুদানে সাবেক সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করলো ক্ষমতাসীন সেনাবাহিনী

সদ্য ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ। তারা জানায়, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করা হবে না। বিরোধী দলকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

_106450617_053429287জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় সম্প্রতি দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনা সদরের সামনে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরইমধ্যে বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানের খবর আসে। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে আউফ। তবে তাকেও বশিরের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে রাজপথে অবস্থান ধরে রাখেন বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্টের পদত্যাগের পর সামরিক কাউন্সিল দেশটির ক্ষমতা নিয়েছে।

বিক্ষোভকারীরা জানান, বেসামরিক সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের এক মুখপাত্র জানান, বিরোধী দলকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে বলা হয়েছে। তার হাতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তারা।

রবিবার এক সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র মেজর জেনারেল শামস আদ দিন শান্ত বলেন, বিরোধী দলগুলো যে প্রস্তাব দেবে সেই বেসামরিক সরকার গঠনে সামরিক পরিষদ প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা নিয়োগ দেবো না। তারাই কাউকে পছন্দ করে দেবেন।’

তবে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘স্বাভাবিক জীবন চলতে দিন। অস্ত্র হাতে নিলে তা সহ্য করা হবে না।’

এছাড়া আরও কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তারা। এরমধ্যে নতুন সেনাপ্রধান, পুলিশ প্রধান, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নাম ঘোষণা ছিল উল্লেখযোগ্য। এছাড়া দুর্নীতিবিরোধী কমিটি তৈরি, সংবাদমাধ্যমের ওপর থেকে সেন্সরশিপ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় তারা।

গত ডিসেম্বরে শুরু হওয়া সুদানের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে দেশটির পেশাজীবী সংস্থা (এসপিএ)। এক ফেসবুক পোস্টে এসপিএ বলেছে, আমরা সশস্ত্র বাহিনীকে এখনই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।