ইকুয়েডরে ‘অ্যাসাঞ্জের বন্ধু’ আটক

সাড়া জাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের এক বন্ধুকে গ্রেফতার করেছে ইকুয়েডর। গ্রেফতারকৃত ওই সুইডিশ প্রোগ্রামারের দাবি, তাকে গ্রেফাতরের যথেষ্ট প্রমাণ নেই এবং এই মামলা টিকবে না।   

noname
২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে আশঙ্কা প্রকাশ করা হয়, কয়েকদিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। এরপর তার সমর্থকদের ওপর চড়াও হতে থাকে সরকার। সেই ধারাবাহিকতায় গ্রেফতার হলেন ওলা বিনি নামের ওই প্রোগ্রামার।

ইকুয়েডর সরকারের দাবি, বিনি সরকার ও নাগরিকের ফোন ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পলা রোমো বলেন, মোরেনোকে ব্ল্যাকমেইল করার জন্য দুজন রুশ হ্যাকারের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনি। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

ওলা বিনি তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, যে কারাগারে তাকে রাখা হয়েছে তার অবস্থা শোচনীয়। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ আটক রয়েছে সেখানে। বিনির আইনজীবী জানান, কোনোরকম মাদুর ছাড়াই মেঝেতে ঘুমাতে হচ্ছে তার।

মামলার প্রস্তুতি নেওয়ার সময় বিনির ৯০ দিনের আটকাদেশ দিয়েছেন বিচারক।  আইনজীবী সোরিয়া বলেন, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যর্থ হবে সরকার।