সাউথ আফ্রিকায় বন্যায় ৬০ জনের প্রাণহানি

সাউথ আফ্রিকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সহস্রাধিক মানুষ। বহু রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পূর্বাঞ্চলীয় উপকূলে ভারী বর্ষণের ফলে এ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

12সোমবার থেকে শুরু হওয়া এ বন্যায় পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাতাল ও কেপ প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই প্রদেশের শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোয়াজুলু-নাতাল প্রদেশের স্থানীয় সরকারমন্ত্রী ডিউবি-এনকুবি জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

ভিক্টর দা সিলভা নামের এক ব্যক্তি জানান, বন্যার পানি তার বাসা শেষ করে দেওয়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি।

আফ্রিকা ইইউনিয়নের সম্মেলন শেষে বুধবার দেশে ফিরেই বন্যাদুর্গত কয়েকটি স্থান পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। এ সময় তিনি দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।