আফগানিস্তানে বেসামরিক নিহতের জন্য দায়ী সরকার: জাতিসংঘ

আফগানিস্তানে চলতি বছর সরকারি বাহিনীর অভিযানে নিহতদের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার জানায়, সরকারি বাহিনীর অভিযানে ৩০৫ জন বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০৩ জন।

thumbs_b_c_9f5509ec459ebac348d40b0ea133e566

একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান নেতৃত্ব। আর অন্যদিকে যুদ্ধও চলমান। তাদের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির সেনাবাহিনীর। এখনও আফগানিস্তানের অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ তালেবান যোদ্ধাদের হাতে। গত ০৯ ফেব্রুয়ারি শারি পুল প্রদেশের এক পুলিশ চৌকিতে আফগান তালেবানের হামলায় প্রাণ গেছে আট পুলিশ সদস্যের। গত ০৮ ফেব্রুয়ারিও একটি সেনা চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে প্রাণ গেছে তিন সেনা সদস্যের। আহত হয়েছে চার জন।

চলতি বছর এখনন পর্যন্ত ১৭৭৩ জন বেসামরিকের প্রাণহানির কথা নিশ্চিত করেছে জাতিসংঘ। গত বছর এই সময়কালে এই সংখ্যা ছিলো ২৩০৫ জন।   জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এবছর আত্মঘাতী হামলা কম হওয়ার কারণে প্রাণহানি গত বছরের তুলনায় কম।

এই বছর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে স্থল অভিযানের কারণে