স্পেনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ আজ

স্পেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত নিজেদের রায় জানানোর সুযোগ পাবেন ভোটাররা। তবে এবারের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি ও অনিশ্চয়তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টে উগ্র ডানপন্থীদের উত্থান ঘটতে পারে।

14জনমত জরিপের তথ্য বলছে, এবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে জোট সরকার গঠনের সুযোগ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দলগুলো এমন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে আরেকটি নির্বাচনের পথেও হাঁটতে হতে পারে স্পেনকে।

ধারণা করা হচ্ছে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিদায়ী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশালিস্ট পার্টি। পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবে উগ্র ডানপন্থী ভোক্স পার্টিরও। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য সোশালিস্ট পার্টিকে ছোট দলগুলোর ওপর ভরসা করতে হবে।