নাইজেরিয়ায় আইএসের হামলায় নিহত ১০ সেনা

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অন্তত ১০ সরকারি সেনা নিহত হয়েছে। শনিবার নিজস্ব বার্তা সংস্থা আমাকে এমনটাই দাবি করেছে গোষ্ঠীটি।

File-Photo

গত শুক্রবার নাইজেরিয়ার বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সন্দ্রাসীরা। হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়। একদিন পরে শনিবার হামলার দায় স্বীকার করেছে আইএস।  

রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে নাইজেরিয়া তিনটি সূত্র এই দাবির সত্যতা নিশ্চিত করেছে।

নাইজেরিয়ায় সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৬ সালের আগ পর্যন্ত আইএসও তাদের সঙ্গে একত্রিত ছিলো। এরপর তারা আলাদা হয়ে পড়ে। বিগত কয়েকমাসে দুই গোষ্ঠীই দেশটিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।