ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৮

ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশি অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

downloadপ্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টায় অভিযান শুরু হয়। সে সময় মাদকচক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে নিরাপত্তা বাহিনীর। স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ হেলিকপ্টার থেকে ‍গুলি চালাচ্ছে।

এক বিবৃতিতে রিও’র সিভিল পুলিশ জানায়, মাদক সম্রাট থমাস জেসন ভিয়েরা গোমেস ওরফে ‘থ্রিএন’কে গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। চক্রের সদস্যরা গুলি চালালে পাল্টা জবাব দেয় পুলিশ। সেই গুলিতে পাচারকারীচক্রের আট সদস্য নিহত হয়। থানায় নিয়ে যাওয়া হয় আরও তিনজনকে।

দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জেয়ার বোলোসোনারোর নির্দেশে দেশটিতে মাদকবিরোধী অভিযান চলছে।

চলতি বছরে প্রথম তিন মাসে মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ৪৩৪ জন নিহত হয়েছে। গত বছরের চেয়ে যা ১৮ শতাংশ বেশি।