৪৮ ঘণ্টা পর পানি পেল লিবিয়ার রাজধানীবাসী

লিবিয়ার কমান্ডার খলিফা হিফতারের বাহিনী কর্তৃক দখলিকৃত দেশটির রাজধানীতে দুইদিন পর ফিরেছে পানির সরবরাহ। রবিবার হিফতারের বাহিনীর আক্রমণে দেশটির পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে বিপাকে পড়ে ২০ লাখেরও বেশি মানুষ।

libya-590x442

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর ত্রিপোলিতে জাতিসংঘের সমর্থনে একটি মনোনীত সরকার রয়েছে। ওই কর্তৃপক্ষকে জাতীয় চুক্তির সরকার বা জিএনএ নামে অভিহিত করা হয়। তবে দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রয়ে গেছে।  

মঙ্গলবার আবারও পানি সরবরাহ চালু হয়েছে জানালেও বিস্তারিত কিছু জানায়নি সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার পানি সরবরাহের কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠানে হামলা চালায় বন্দুকধারীরা। তারা তাদের নতা খলিফা অহনিশের ভাইয়ের মুক্তি দাবি করে। এরপর বন্দুক ঠেকিয়ে পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য করে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক মারিয়া রিবেরিও এই হামলার নিন্দা করে বলেন, এটা যুদ্ধাপরাধের সামিল।