আপনারাই আমার পরিবার: রায়বেরিলির মানুষদের প্রতি সোনিয়ার চিঠি

দেশের মূল্যবোধ সুরক্ষিত করতে সবকিছু ত্যাগ করতে রাজি আছেন বলে দাবি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। লোকসভা নির্বাচনে রায়বেরিলি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর সেখানকার মানুষের উদ্দেশে লেখা খোলা চিঠিতে এ কথা বলেন তিনি।

সোনিয়া গান্ধী
সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো শোচনীয় পরাজয় হয়েছে রাহুলের দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা আরও বাড়িয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া এ দলটি এবার পেয়েছে ৩০৩টি আসন। আর কংগ্রেস পার্টি আগেরবারের চেয়ে ৮টি আসন বেশি পেলেও পার্লামেন্টে প্রধান বিরোধী দল হওয়ার মতো প্রয়োজনীয় আসন পূরণ করতে পারেনি। পার্লামেন্টে প্রধান বিরোধী দল হওয়ার জন্য একটি দলকে মোট আসনের অন্তত ১০ ভাগ আসনে জিততে হয়। এবারের লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসন পেয়েছে কংগ্রেস। দলটির দীর্ঘদিনের আসন তথা রাহুল গান্ধীর কেন্দ্র আমেথিও হাতছাড়া হয়েছে। তবে দলের এই দুর্দশার দিনে কংগ্রেসের শক্তঘাঁটি রায়বেরিলি সোনিয়াকে হতাশ করেনি। এ আসনে পুনর্নির্বাচিত করায় রায়বেরিলিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে সোনিয়া লিখেছেন, 'দেশের মূল্যবোধ এবং কংগ্রেসের ঐতিহ্য বজায় রাখতে যেকোনও রকমের স্বার্থ ত্যাগ করতে আমি প্রস্তুত। আমি জানি, আগামী দিন আরও কঠিন হতে চলেছে। কিন্তু আমার বিশ্বাস, আপনাদের সমর্থন ও ভরসার জোরে কংগ্রেস সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। আগের লোকসভা ভোটের মতোই এবারও আপনারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, তার জন্য ধন্যবাদ।'

রায়বেরিলির মানুষকে উদ্দেশ করে তিনি আরও বলেন, 'আপনাদের সামনে আমার জীবনটা খোলা বইয়ের মতো। আপনারা আমার পরিবার। আপনারাই আমার আসল সম্পদ। আপনাদের কাছ থেকেই আমি শক্তি পাই।'

অখিলেশ ও মায়াবতীর দল রায়বেরিলিতে তার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় তাদেরও ধন্যবাদ জানিয়েছেন সোনিয়া।