দক্ষিণ আফ্রিকার মন্ত্রিপরিষদে প্রথমবারের মতো নারী-পুরুষ ভারসাম্য

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এর সদস্যদের অর্ধেকই নারী। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে নারী-পুরুষ ভারসাম্য হলো। শুধু তাই নয়, নতুন এ মন্ত্রিসভায় বিরোধী দলের এক নারীকেও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
গত ৮ মে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শনিবার (২৫ মে) শপথ নেন রামাফোসা। বুধবার (২৯ মে) নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। জানান, এর অর্ধেক সদস্যই নারী।

নতুন মন্ত্রিসভার আকারও কমিয়েছেন রামাফোসা। এবারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ২৮। আগেরবার এ সংখ্যা ৩৬ ছিল। বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস এর এক বিবৃতিতে এর সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, মন্ত্রিসভার আকার ছোট করলেও উপ মন্ত্রীর সংখ্যা বাড়িয়েছেন রামাফোসা। এটিকে তার ‘পুরোপুরি অসততার প্রথম চিহ্ন’ বলে আখ্যা দিয়েছে তারা।

বিরোধীদল গুড পার্টির রাজনীতিবিদ প্যাট্রিসিয়া দে লিলেকে অবকাঠামোগত উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন রামাফোসা। বৃহস্পতিবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের কথা রয়েছে।