মালিতে জাতিগত সহিসংতায় নিহত ১০০

আফ্রিকার দেশ মালিতে দোগোন গোষ্ঠী অধ্যুষিত এক গ্রামে হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম আরএফআই জানায়, সাঙা শহরের নিকটবর্তী সোবান কু গ্রামে সোমবার এই ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

_107320905_gettyimages-492754509

সাম্প্রতিক সময়ে দেশটিতে জাতিগত সহিংসতা অনেক বেড়ে গেছে। দোগন শিকারী ও সেমি নোমাডিক ফুলানি কৃষকদের মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। এছাড়া হামলা চালাচ্ছে জিহাদি গোষ্ঠীও।

নিকটবর্তী শহরের মেয়র মুলায় গুইন্দো বলেন, ওই জেলার ফুলানি কৃষকরাই রাতের বেলা সোবানে কু গ্রামে হামলা চালায়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। সবগুলোই অগ্নিদগ্ধ। বাকিদেরও খোঁজা হচ্ছে।

এর আগে গত মার্চে দোগনদের হামলায় ১৩০টি ফুলানি কৃষক প্রাণ হারিয়েছিলো।