মুরসিকে ‘শহীদ’ আখ্যা দিলেন স্ত্রী

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ‘শহীদ’ আখ্যা দিয়েছেন তার স্ত্রী নাগলা মাহমুদ। সোমবার আদালতের এজলাসে মৃত্যুর কোলে ঢলে পড়েন মিসরীয় ইতিহাসের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি। মঙ্গলবার (১৮ জুন) তার দাফন সম্পন্ন হওয়ার পর এক টুইটার বার্তায় প্রয়াত স্বামীকে নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন স্ত্রী নাগলা।

নাগলা ও মুরসি
সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মিসরীয় কারাগারে বন্দি ছিলেন মুরসি। গত ৭ মে তিনি আদালতে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। ১৭ জুন রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘আদালতের এজলাসে হঠাৎ পড়ে গিয়ে’ মুরসির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার টুইটারে মুরসির স্ত্রী নাগলা লিখেছেন, ‘আমার স্বামী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আমরা শহীদ বিবেচনা করি।’ তিনি জানান, দাফনের জন্য দক্ষিণাঞ্চলীয় কায়রোর টোরা কারাগারের হাসপাতালে সাবেক এ প্রেসিডেন্টকে প্রস্তুত করা হয়। একই কারাগারের মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা।

২০১১ সালে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মুরসি। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। ব্রাদারহুড নিষিদ্ধ করার পাশাপাশি দলের শীর্ষ নেতাসহ ৯ শতাধিক কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরসিকে রাখা হয় কারান্তরীণ।