বিমান বাহিনীর জন্য ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনছে বাংলাদেশ

বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্যের তৈরি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই বাংলাদেশের কাছে লকহিড মার্টিন সি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার। ক্যামব্রিজভিত্তিক বিমান রক্ষণাবেক্ষণকারী কোম্পানি মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।12

চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানের পুরো বহরে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সাবেক রয়্যাল এয়ার ফোর্সের সি-১৩০জে বিমান কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী। এবারের চুক্তির আওতায় ওই বিমান সংশ্লিষ্ট অতিরিক্ত সরঞ্জাম কেনা হবে।

মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালিস্টার ম্যাকফি বলেছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সি-১৩০জে ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে তাদের পরিবহন সক্ষমতা বাড়াতে দেখে আমরা আনন্দিত। তাদের বহরকে সেবা দিতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, ‘জাতিসংঘের শান্তি রক্ষা ও বিশ্বজুড়ে মানবিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরিভাবে মার্শালের ওপর নির্ভর করতে পারে।’

মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ বলছে, তারা বিমান রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন পার্টস সরবরাহসহ লজিস্টিক সহায়তা দেবে। স্থানীয় সক্ষমতা বাড়াতে অতিরিক্ত যন্ত্রাংশ ও সহায়ক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি প্রকৌশল সংক্রান্ত পরিষেবার কার্যকারিতা নিশ্চিত করা হবে।

বিমান পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি অভ্যন্তরীণ প্রযুক্তিগত সহায়তা দেবে মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ। নির্দিষ্ট প্রযুক্তিগত পরিষেবাদির পাশাপাশি দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।