ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন-তেহরান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের সহকর্মীদের এই বৈঠকের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে।

noname

গত দেড় মাসে মধ্যপ্রাচ্যে একাধিক তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে আসছে ওয়াশিংটন। তেহরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত বৃহস্পতিবার (২০ জুন) ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরানের সেনাবাহিনী। প্রথমে অস্বীকার করলেও পরে পেন্টাগনের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করা হয়। তবে ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগ নাকচ করে তারা দাবি করেছে, আন্তর্জাতিক সীমার মধ্যে অবৈধভাবে ইরান তাদের ড্রোন ভূপাতিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের পক্ষ থেকে সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করা হয়। কূটনীতিকদের কাছে পাঠানো এই সংক্রান্ত  একটি নোট হাতে পেয়েছে বার্তা সংস্থাটি। মার্কিন মিশনের নোটে বলা হয়, ‘ইরান সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি আমরা নিরাপত্তা পরিষদকে জানাবো আর সাম্প্রতিক ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় আমাদের তদন্তে পাওয়া নতুন তথ্য উপস্থাপন করবো’।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র (পি-ফাইভ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি (ওয়ান) ওই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় ইরান। বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হয়। পূর্বসূরী ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।